কোন রকম জ্বালানী ছাড়াই দামোদরের চড়ে বিপজ্জনকভাবে চলছে পিকনিক। আসানসোলের হীরাপুর থানার ধেনুয়া গ্রামের ঘটনা। বেশ কিছুদিন ধরে আশপাশের গ্রামের মানুষজন পিকনিক করার জন্য ভীড় জমাচ্ছেন ধেনুয়া গ্রামে। দামোদরের চড়ের ওই জায়গায় রান্নার জন্য কোনরকম জ্বালানী নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। মাটি খুঁড়লেই নীচ থেকে বের হচ্ছে মিথেন গ্যাস। তাতে দেশলাই ধরলেই জ্বলছে আগুন। সেই আগুনেই চলছে রান্না-বান্না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ধেনুয়া গ্রামে দামোদরের চড়ের কিছু জায়গায় মাটি খুঁড়লেই মিথেন গ্যাস বের হচ্ছে। সেই গ্যাসে আগুন দিয়ে মানুষজন পিকনিক করছেন। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকার মানুষজন পিকনিক করার জন্য ভীড় জমাচ্ছেন ওই জায়গায়। জায়গাটি বিপজ্জনক জেনেও শীতের মরসুমে ওই মিথেন গ্যাস বের হওয়া স্পটগুলির দখল নেওয়ার জন্য সকাল সকাল ভীড় জমাচ্ছেন পিকনিক করতে আসা মানুষজন।

জানা গেছে, ওই এলাকায় মাটির নীচে মিথেন গ্যাসের ভান্ডার আছে। একটি কোম্পানি ওই জায়গা থেকে মিথেন গ্যাস উত্তোলনের জন্য সরকারের কাছ থেকে লিজ পেয়েছে। ওই জায়গায় বিপজ্জনকভাবে মানুষজন পিকনিক করছে জানতে পেরে দুর্ঘটনা এড়াতে হীরাপুর থানার পুলিশ দমকল বিভাগকে খবর দিলে দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল পরিদর্শন করে দমকলের আধিকারিকরা রিপোর্ট তৈরি করছেন বলে জানা গেছে।


Like Us On Facebook