বিজেপির ‘সংকল্প যাত্রা’-র নামে বাইক মিছিল আটকাতে পুলিশ গ্রেফতার করল বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বাইক মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের। এই ঘটনায় রবিবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের মাঠে।
পুলিশি ধরপাকড়ের মধ্যেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংকল্প যাত্রার উদ্ধোধন করে পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হানার পর সারা দেশ এক হয়ে যখন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। তখন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে সওয়াল করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী একই প্রশ্ন করছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন।দেশের মানুষ সব দেখেছেন। তাই মুখ্যমন্ত্রী ভোটে হেরে যাওয়ার ভয়ে বিজেপির বাইক মিছিল আটকাতে পুলিশকে নামিছেন।’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই আমরা গণতন্ত্র বাঁচানোর জন্য আজ বাইক মিছিল করছিলাম। পুলিশ বাইক মিছিল আটকাতে আমাদের কর্মীদের গ্রেফতার করল। এই ভাবে আমাদের আটকানো যাবে না। আজ জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিজেপির বাইক মিছিল হচ্ছে। দেখি পুলিশ কতজন বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারে।’