জানুয়ারি মাস থেকে ডিপিএল কারখানার মৃত কর্মীদের পোষ্যরা প্রাপ্য চাকরির দাবিতে কারখানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন। গত ৩৭ দিন ধরে অবস্থান বিক্ষোভ করলেও ডিপিএল কারখানা কর্তৃপক্ষ এখনও বিক্ষোভরত পোষ্যদের সঙ্গে দেখা করা বা কোন কথা বলার সৌজন্যতা দেখায়নি বলে অভিযোগ। ৩৭ দিন ধরে অবস্থান বিক্ষোভ করে শুক্রবার দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার অবস্থান বিক্ষোভ চলাকালীন পোষ্যারা হঠাৎ ডিপিএল কারখানার প্রশাসনিক ভবনের সামনে ঢুকে পড়ে বিক্ষোভ দেখালে কারখানা কর্তৃপক্ষ কোক ওভেন থানার পুলিশ ডাকে। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পরে ফের অবস্থান মঞ্চে ফিরে আসেন। বিক্ষোভরত পোষ্যদের হুমকি ৩৭ দিন ধরে ডিপিএল কারখানার সামনে অবস্থান বিক্ষোভ চললেও ডিপিএল কারখানার প্রশাসনিক কর্মকর্তারা মানবিক মুখ দেখাতে একবারও আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করলেন না। তাই শনিবার আমরা জোর করে ডিপিএল প্রশাসনিক ভবনে ঢুকে বিক্ষোভ দেখাই। বিক্ষোভকারীদের হুমকি আগামী দিনে আমরা প্রশাসনিক ভবনে ঢুকে আমরণ অনশন শুরু করবো।


Like Us On Facebook