বিজেপির পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সোমবার রাতে উতপ্ত হল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর বনগ্রাম এলাকা। লোকসভা নির্বাচনের সাফল্যকে কেন্দ্র করে বিজেপির এক বিজয়সভা ও পতাকা উত্তোলন হয়। বিজেপির অভিযোগ, স্থানীয় পুলিশ বিজেপির এই পতাকা উত্তোলনে বাধা দেয়। খবর চাউর হতেই এলাকার সমস্ত বিজেপি কর্মীরা একজোট হয়ে পুলিশের এই পক্ষপাতিত্বের প্রতিবাদ করে বলে জানা গেছে।

এই ঘটনার পর সোমবার রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মাধাইপুরের এক হনুমান মন্দিরে তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্যাপক ভাঙচুর করে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। কেবলমাত্র ভাঙচুরই নয় মন্দিরে অগ্নিসংযোগও করা হয় বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপির উত্থানে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা হনুমান মন্দির ভাঙচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দেয়। ‌স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্ব যদিও বিজেপির এই অভিযাগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘লোকসভা ভোট মিটতেই বিজেপি কর্মীরা ইচ্ছাকৃত ভাবে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook