মঙ্গলবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার ডামড়া ঘাটে দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক। এদিন ছয় বন্ধু দামদরে স্নান করার জন্য ডামড়া ঘাটে গিয়েছিল। তাদের মধ্যে তিনজন স্নান করতে নেমে তলিয়ে যায়। মৃতরা হল, দোমহানি রেল কলোনীর বাসিন্দা অরবিন্দ সাউ(১৯), পুরানো স্টেশন রেল কলোনীর বাসিন্দা অভিষেক হেলা(২১) ও মুরগাসোল বিবেকানন্দ পল্লীর বাসিন্দা অবিনাশ মল্লিক(২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অরবিন্দ সাউ, অভিষেক হেলা ও অবিনাশ মল্লিক এবং আরও তিন বন্ধু মিলে ডামড়ার কাছে দামোদর নদীতে স্নান করতে যায়। ছ’জনের মধ্যে তিনজন নদীতে স্নান করতে নামে। তিনজনেই সাঁতার জানত না বলে জানা গেছে। স্নান করতে নেমে তারা তলিয়ে যেতে থাকে। পাড়ে দাঁড়িয়ে থাকা অন্য তিন বন্ধু স্নান করতে নামা বন্ধুদের তলিয়ে যেতে দেখে ছুটে এসে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন দৌড়ে ঘটনাস্থলে যায়। এলাকার মানুষজন প্রথমে অরবিন্দ এবং অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে অবিনাশকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, অরবিন্দ ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল, অবিনাশ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এবং অরবিন্দ বিসি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook