ডিএভি মডেল স্কুলের কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে বৈঠকে বৃহস্পতিবারও কোন সমাধান সূত্র মিলল না। পরবর্তী ১৬ মে মহকুমাশাসক কার্যালয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরার মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের ত্রিপাক্ষিক বৈঠকে সব পক্ষই সমস্যা সমাধানের পথ চেয়ে রইল। স্কুলের মাত্রাতিরিক্ত হারে ফি বৃদ্ধি সহ এক গুচ্ছ দাবিতে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের অভিভাবকরা গত কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে। পথ অবরোধ করেও কোন সুরাহা হয়নি। শেষমেশ অভিভাবকদের অনুরোধে দুর্গাপুর মহকুমাশাসকের হস্তক্ষেপে বৃহস্পতিবার অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হবার কথা ছিল। সেই মত স্কুলে বৃহস্পতিবার সকালে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষ প্রথমে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি না হওয়ায় পুলিশের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ম রক্ষার আলোচনায় বসেন। আলোচনায় দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় আলোচনাস্থল থেকেই ফোনে দুর্গাপুরের মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে পরবর্তী ১৬ মে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে মহকুমাশাসকের উপস্থিতিতে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ ত্রিপাক্ষিক বৈঠকে রফা সূত্র খোঁজার অপেক্ষায় রইল তিন পক্ষই। ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জী অভিভাবকদের তোলা অভিযোগগুলি অস্বীকার করে বলেন স্কুলে বেতন কাঠামো অন্যান্যদের তুলনায় যথেষ্ঠ কম এবং মাত্র ১২% থেকে ১৫% ফি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র প্রয়োজনীয় ফিই নেওয়া হচ্ছে। তাছাড়া প্রায় ৫০% অভিভাবক তাদের ছেলেমেয়েদের স্কুল ফি ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন। পাপিয়াদেবী আরো বলেন সামনের বছর নতুনহারে ফি দিতে হবে না অভিভাবকদের এই বিষয়ে আমরা আলোকপাত করতে পারি কেবল আলোচনায়। এদিন স্কুলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্কুলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ ইস্পাত নগরীতে পানীয় জলের সংকটের জন্য নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দিয়েছে বলে জানা গেছে।
Like Us On Facebook