জাতীয় টেকনোলজি দিবস পালন করল দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)। সিএমইআরআই সভাকক্ষে বৃহস্পতিবার সিএমইআরআই-এর বিজ্ঞানিরা সাড়ম্বরে জাতীয় টেকনোলজি দিবস পালন করলেন। সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানি সহ অন্যান্য বিজ্ঞানিরা এদিন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে ভারত আজ নিজের প্রযুক্তিতে বিশ্বের কাছে নিজেকে বিশ্বমান করে তুলে ধরেছে  তার বিভিন্ন উদাহরণ দিয়ে সেই ব্যাখ্যা দেন। ১৯৯৮ সালের ১১ মে পোখরানে মাটির তলায় পরীক্ষামূলকভাবে বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালাম দ্বিতীয় নিউক্লয়ার বোমা বিষ্ফোরণ ঘটান। সেই দিন থেকেই সারা বিশ্ব ভারত কে পরমণুু শক্তিধর দেশ হিসাবে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। এই দিনটি তাই ভারতের জাতীয় টেকনোলজি দিবস হিসাবে পালন করা হয়।

Like Us On Facebook