ওদের কেউ কথা বলতে পারে না কানেও শুনতে পায় না। ওদের বৃহৎ মনটা সব উপলদ্ধির উপরই নির্ভরশীল। ওদের অভিভাবকরাও চরম দুশ্চিন্তাকে ভর করেই অন্ধকার থেকে আলোর সন্ধানে ছেলে-মেয়েদের এই উপলদ্ধি নির্ভর স্কুলেই পাঠায়।
শিক্ষক দিবসে ওই সব মূক ও বধির স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের ক্ষণিকের আনন্দ দিতে দুর্গাপুর পৌরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চোধুরী শিক্ষক দিবসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও ওদের সঙ্গে খানিকটা সময় কাটালেন। বুধবার সকালে অঙ্কিতাদেবী মূক ও বধির স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের জন্য বেশকিছু উপহার সামগ্রী নিয়ে সোজা চলে যান দুর্গাপুরের মূক ও বধির স্কুলে। মূক ও বধির পড়ুয়াদের নিয়ে শিক্ষক দিবস পালন করেন। এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
এদিন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষকদের এদিন সম্মানিত করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কাঁকসা থানার পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এদিন বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষাকাদের সম্মানিত করেন। দুর্গাপুরের বিভিন্ন স্কুলেও এদিন যথার্থ মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়।