বিশিষ্ট লোকসংগীত শিল্পী খগেন ঘোষ(৪৫) রহস্যজনকভাবে গতকাল সন্ধ্যায় মারা যান। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের এই জনপ্রিয় লোকসংগীত শিল্পী গতকাল বিকেলে তুমুল বৃষ্টির মধ্যেই নিজের চাষ জমিতে যান ইউরিয়া ছড়াতে। দীর্ঘক্ষণ খগেনবাবু বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে সন্ধ্যায় তাঁকে খোঁজ করতে গেলে দেখেন খগেনবাবু মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।
জানা গেছে, খগেন বাবুর মাথা, কান ঝলসে গিয়েছিল। এরপর খগেনবাবুর আত্মীয় পরিজনেরা পুলিশে খবর দেন এবং খগেনবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা খগেনবাবুকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর-ফরিদপুর পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌর বাজারের বাসিন্দা লোকশিল্পী খগেন ঘোষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃষ্টির মধ্যে বজ্রাঘাতেই যে খগেনবাবুর মৃত্যু হয়েছে তা একপ্রকার নিশ্চিত বাড়ির লোকজন।