দুর্গাপুর পুরসভা এলাকার বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স, জলের ট্যাক্স সহ যাবতীয় পুরকর জমা দেওয়ার জন্য আর পুরসভা কার্যালয়ে যেতে হবে না। পুরসভার সমস্ত ধরণের ট্র্যাক্স নেওয়ার জন্য অনলাইন পরিষেবা শুরু হয়েছে। বুধবার থেকে এইসব পরিষেবা দুর্গাপুর পুরসভা এলাকায় আরেকধাপ এগিয়ে মানুষকে আরও সুবিধা দিতে বিভিন্ন বরো এলাকায় ট্যাক্স জমা নেওয়ার কাউন্টার চালু হল। মঙ্গলবার দুর্গাপুর পুরসভার ভিড়িঙ্গী আমবাগানের ২ নং বরো অফিসে ২ নং বরো এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য বরো অফিসে ট্যাক্স কাউন্টার খোলা হয়।
মঙ্গলবার দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জী এই ট্যাক্স কালেকশন কাউন্টারের উদ্ধোধন করেন। এই কাউন্টারের উদ্ধোধন করে তিনি বলেন, ‘এতদিন সিটি সেন্টারে গিয়ে বাসিন্দাদের পুরসভার ট্যাক্স জমা দিতে হত। এবার থেকে অনলাইনের সঙ্গে সঙ্গে বাসিন্দারা সংশ্লিষ্ট বরো অফিসের ট্যাক্স কাউন্টারে নগদে ও অনলাইনে জমা করতে পারবেন।’ মেয়র অনিন্দিতা মুখার্জী আরও বলেন, ‘প্রথম পর্যায়ে ২ নং বরো অফিসে ট্যাক্স কাউন্টার শুরু হল। পরবর্তী সময়ে দুর্গাপুর পুরসভার সমস্ত বরো অফিসেই একই ভাবে জলকর সহ সম্পত্তিকর সহ যাবতীয় পুরকর জমা করা যাবে। বুধবার ২ নং বরো অফিসে ট্যাক্স কাউন্টারে এলাকার অনেক মানুষ ট্যাক্স জমা দিতে আসেন।