বুধবার ফের বেপরোয়া ডাম্পার চলাচল বন্ধ করতে সরব হলেন স্থানীয় মানুষ। বুধবার বেপরোয়া এক ডাম্পারের ধাক্কায় ড্রেনে গিয়ে পড়ল একটি স্করপিও গাড়ি। দুর্গাপুরের এবিএল গেটের সামনের ঘটনা। স্করপিও চালক রমেশ যাদব দুর্গাপুরের মামড়া বাজারের বাসিন্দা। তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই আমার গাড়ি চালাচ্ছিলাম রাস্তায়। হঠাৎ করে একটি বেপরোয়া ডাম্পার আমার গাড়িতে ধাক্কা মারলে আমি গাড়িসহ ড্রেনের মধ্যে গিয়ে পড়ি। কোন রকমে প্রাণে বেঁচে যাই। ডাম্পারটি পালিয়ে যায়।’ এরপর স্থানীয় মানুষ বেপরোয়া ডাম্পার চলাচল বন্ধ করতে সরব হন।
Like Us On Facebook