দুর্গাপুর চন্ডীদাস এলাকা থেকে শুক্রবার এক টাকার বিনিময়ে মা তারা’র দর্শন করাতে টুরিস্ট বাস ছাড়া হয় ওম সাই রাম ট্রাস্টের পক্ষ থেকে। ওম সাই রাম ট্রাস্টের সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এদিন দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় সাড়ে চারশো ভক্তদের নিয়ে বীরভূমের তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয় ৫টি বাস। এদিনের যাত্রার উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, তিনি গত বছরও ১ টাকায় তারকেশ্বর দর্শন করিয়েছিলেন। এই বছর তারাপীঠ যাচ্ছি এবং আগামী প্রতি বছরই ভক্তদের বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যাবেন।
Like Us On Facebook