রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করল দুর্গাপুরের অয়ন গোস্বামী। দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাসিন্দা। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। ফল প্রকাশের পর এই সাফল্যে খুশি অয়ন এবং অয়নের পরিবার-পরিজন। পরবর্তীতে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ইচ্ছা আছে বলে জানিয়েছে অয়ন। অয়ন জানয়, পরীক্ষা ভাল হয়েছিল, আশা ছিল প্রথম দশে থাকব। সেই আশা পূরণ হয়েছে। ছেলের এই সাফল্যে গর্বিত মা বাবা সহ পরিবার-পরিজনেরা।
Like Us On Facebook