দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে দলের সাংসদদের একজোট হয়ে লড়াই করার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মুমতাজ সংঘমিতাকে সোমবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে থেকে এই নির্দেশ দেন।
কেবলমাত্র অ্যালয় স্টিল প্ল্যান্টই নয়, ডিভিসি পাওয়ার প্ল্যান্ট সহ ডিভিসির হেড কোয়ার্টার স্থানান্তর রুখতে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত অ্যাখা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে সাংসদ ডেরেক ও ব্রায়েনকে প্রশ্ন তুলতে বলা হয়েছে তা বর্ধমান-দুর্গাপুরের সাংসদকে জানান। একইসঙ্গে সাংসদকে পার্লামেন্টের দলের দায়িত্বপ্রাপ্ত নেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বিধায়ক, সাংসদ ও প্রশাসনিক কর্মকর্তার পদে আসীনদের অ্যালয় স্টিল প্ল্যান্ট নিয়ে বৃহৎ লড়াই করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর সভা শেষে সাংসদ মুমতাজ সংঘমিতাকে পার্লামেন্টে অ্যালয় স্টিল প্ল্যান্ট, ডিভিসি পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারে সংস্থা বন্ধ করে দেওয়া ও বিলগ্নিকরণ রুখতে আন্দোলনের রূপরেখা বোঝান রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস ও মলয় ঘটক। দুই মন্ত্রী দুর্গাপুরের দলীয় কর্মীদের এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে শেষে অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা বন্ধ করে দেওয়া ও বিলগ্নিকরণ রুখতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করে দেন।