সামনে রাম নবমী। দুষ্কৃতীদের হাতে টাকা গুঁজে দিয়ে মন্দির, মসজিদ নিয়ে দাঙ্গাবাজরা দাঙ্গা লাগিয়ে দিতে পারে। সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রথমবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে পশ্চিম বর্ধমান জেলার পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা সহ পুলিশ কর্তাদের সতর্ক করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ‍্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে আরএসএস ও বিজেপি দলের নাম নিয়ে পুলিশ কমিশনার সহ পুলিশ আধিকারিকদের কেবলমাত্র সিসিটিভি ক্যামেরার উপর নির্ভরশীল না হয়ে পুলিশকে এলাকায় সোর্স বাড়ানোর পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রী এদিন দুষ্কৃতীরা কোন সময়ে দুষ্কর্ম করে সেই সময় নিয়ে প্রশাসনকে সতর্ক করার পাশাপাশি আরএসএস ও বিজেপি ভেদাভেদ সৃষ্টিকারী দাঙ্গাবাজদের ধরলে এক হাজার টাকা ও বেকার ছেলেদের কোন চাকরি দিতে পরামর্শ দেন মুখ‍্যমন্ত্রী এদিন। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি গড়ার জন্য পুলিশ কর্তাদের নির্দেশ দেন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রটোকলে যাতে এলাকার উন্নয়নের কাজ আটকে না যায় সেই লক্ষ্যে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকদের পরামর্শ দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দুর্গাপুরের কাঁকসা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাসের কাছে এদিন এলাকার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নেন। একই ভাবে রানীগঞ্জের ধস এলাকায় ক্ষতিগ্রস্থদের আবাসন তৈরি নিয়ে ইসিএল কর্তৃপক্ষের এনওসি না দেওয়া নিয়ে মুখ‍্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে রাজ‍্য সরকারের জমিতেই আপাতত ধসে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন দিতে রাজ‍্যের মন্ত্রী মলয় ঘটককে নজর দারি রাখতে বলেন।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় বেসরকারি হাসপাতালগুলির হালহকিকত এবং প্রশাসনিক সহযোগিতার কথা মুখ‍্যমন্ত্রী জানতে চাইলে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল বিবেকানন্দ হাসপাতালের কর্তা সুজিত দত্ত মুখ‍্যমন্ত্রীকে বিভিন্ন সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবার একটি প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত দত্তের সেই প্রস্তাব গ্রহণ করার মত জানিয়ে পশ্চিম বর্ধমান জেলার মুখ‍্য স্বাস্থ্য অধিকর্তাকে সেই প্রস্তাব বাস্তবায়ন করার নির্দেশ দেন।

স্কুলের ছাত্র-ছাত্রীদের অবস্থা জানতে চাইলে কাজী নজরুল ইউনিভার্সিটির একদল ছাত্র-ছাত্রী ইউনিভার্সিটির পঠন-পাঠন ভাল হচ্ছে বলে জানান এদিন। দুর্গাপুরের গভর্মেন্ট কলেজের এক ছাত্র মুখ‍্যমন্ত্রীর কাছে কলেজের পঞ্চাশ বছর পূর্তির সময়ে যে কলেজের নিজস্ব হোষ্টেল নেই সেই খবর দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছাত্রের আবেদন দেখার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার বণিক সভার চাওয়া পাওয়া নিয়ে খোঁজ খবর নিলে বণিক সভার কর্তারা দুর্গাপুরের বাস টার্মিনাল থেকে অন্ডাল এয়ারপোর্ট সিটি সম্প্রসারণের কাজ সহ বিভিন্ন আবদার রাখেন মুখ্যমন্ত্রীর কাছে। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক সেরে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জনসভার উদ্দেশে হেলিকপ্টারে উড়ে যান।


Like Us On Facebook