দুর্গাপুর রোটারি ক্লাবের সহযোগিতায় শনিবার সকালে দুর্গাপুর রেল স্টেশনের আধিকারিকরা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করলেন। শনিবার সকালে গোটা স্টেশন চত্ত্বর প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তারপর স্টেশনে বসবাসকারী ও ভবঘুরেদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় দুর্গাপুর রোটারি ক্লাবের পক্ষ থেকে।
স্টেশন পরিচ্ছন্ন করার পাশাপাশি এদিন স্টেশনে আগত সকল যাত্রীদের কাছে স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন করা হয়। দুর্গাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার এনকে দাস বলেন, ‘আমরা প্রায়ই বিভিন্ন কর্মসূচি পালন করি। আজ স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দুর্গাপুরের রোটারি ক্লাবের সহযোগিতায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করলাম।’ এদিন রোটারি ক্লাবের সদস্যদের সঙ্গে রেলের আধিকারিকরাও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন।
Like Us On Facebook