শনিবার থেকে বর্ধমান টাউন হলে শুরু হল দশম প্রাক পূজা তাঁতবস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। এদিন অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাজ সংঘমিতা, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের ডিরেক্টর দেবাশীষ ঘোষ প্রমুখরা। মেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। তাঁতশিল্পীরা এখানে এসে তাঁদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে নানা ধরনের সুদৃশ্য তাঁতের শাড়ি সহ অন্যান্য সামগ্রী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, বাম আমলে একটা সময় তাঁত সহ ক্ষুদ্র শিল্প দফতরের অধীন বিভিন্ন সংস্থাগুলি ধ্বংসের মুখে চলে গিয়েছিল। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একের পর এক মঞ্জুষা, বঙ্গশ্রী, তন্তুশ্রী, তন্তুজ, রেশম শিল্পী মহাসংঘের মত কেন্দ্রগুলি ঘুরে দাঁড়িয়েছে। তাঁতশিল্পীদের দুরবস্থা ঘোচাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাঁতিদের তৈরি পণ্য সরাসরি ক্রেতার হাতে পৌঁছানোর জন্য চালু করা হয়েছে বিভিন্ন মেলা, হাট। এর ফলে তাঁতীরা সরাসরি উপকৃত হচ্ছেন। এছাড়াও যে সমস্ত তাঁতশিল্পীরা এতদিন কাজ করে যেতেন, কিন্তু তাঁদের কাছে ছিলনা নিজস্ব কোনো তাঁত – রাজ্য সরকার তাঁদের জন্য পৃথকভাবে তাঁত দেওয়ার উদ্যোগ নিয়েছে। তৈরি করা হয়েছে ক্লাস্টার। গোটা রাজ্যে ৪৫টি ক্লাস্টার তৈরি করে সেখানে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আগামী দিনে আরও ২৬টি ক্লাস্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।


Like Us On Facebook