মোদী ও মমতা দুজনেই দুর্নীতিগ্রস্ত। প্রথম জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাফাল দুর্নীতির, দ্বিতীয় জনের সাঙ্গপাঙ্গরা অভিযুক্ত নারদা-সারদা কাণ্ডে। ক্ষমতা হারালে দুজনেরই জায়গা হবে জেলে। নির্বাচনী সভায় এভাবেই মোদী ও মমতাকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ডালের উখড়া নতুন হাটতলায় আসানসোল কেন্দ্রের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা আয়োজিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সূর্যকান্ত মিশ্র।
এদিনের সভা থেকে নরেন্দ্র মোদীকে দেশদ্রোহী বলেও তোপ দাগেন তিনি। তিনি বলেন, ‘সমস্ত প্রটোকল ভেঙে কখনও তিনি পাকিস্তানে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যান, আবার কখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চায়। পাকিস্তানে গিয়ে কোলাকুলি এবং দেশে ফিরে পাকিস্তানকে গালাগালি করে ভারতবাসীকে বিভ্রান্ত করছেন তিনি। এবার কেন্দ্রে কোন ভাবেই ফিরবে না বিজেপি সরকার। সরকার গড়বে ধর্মনিরপেক্ষ জোট।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?