বিজেপির আইনজীবী সেলের নেতা তথা আসানসোল আদালতের বিশিষ্ট আইনজীবী ইন্দ্রনীল ঘোষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। বুধবার রাতে আসানসোলের হিলভিউ অঞ্চলের ঘটনা। ইন্দ্রনীলবাবুকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে যান বাবুল সুপ্রিয়। তারপরে তিনি ঘটনাস্থলে এবং ইন্দ্রনীলবাবুর বাড়িতেও যান। পরে আসানসোল দক্ষিণ থানায় বাবুলের উপস্থিতিতে অভিযোগ দায়ের হয়।

জানা গেছে, বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকায় লোকসভা ভোটে বিজেপি প্রার্থী বাবুলের সমর্থনে পোস্টার ও ব্যানার লাগাচ্ছিলেন দলীয় কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মী এসে তাঁদের বাধা দেন ও হুমকি দেন। খবর পেয়ে ইন্দ্রনীল ঘোষ ঘটনাস্থলে পৌঁছন এবং প্রতিবাদ করেন। তখন তৃণমূলকর্মীরা চলে গেলেও পরে প্রায় ৫০ জনের একটি দল এসে ইন্দ্রনীলবাবুর উপর চড়াও হয়। তাঁরা ব্যানার, পোস্টার ছিড়ে ফেলেন বলে অভিযোগ। তাঁদের মারধরে গুরুতর জখম হন ইন্দ্রনীলবাবু। বিজেপির অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটে। সিভিক ভলান্টিয়াররা জখম ইন্দ্রনীলবাবুকে হাসপাতালে ভর্তি করে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook