কথার কথা নয়, এবার নীল তিমি বা ব্লু হোয়েল-এর খপ্পরে পড়ল দুর্গাপুরের সুরেনচন্দ্র মডার্ন স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রী। অভিভাবকরা জানতে না পারলেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দুর্গাপুর মহকুমাশাসকের দারস্থ হন়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির কিছু ছাত্র-ছাত্রী বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করায় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সন্দেহ হয়। ফুল হাতা জামায় ঢাকা হাতে বেশকিছু ছাত্র-ছাত্রীদের হাত চিরে আঁকা তিমির চিহ্ন দেখে জিজ্ঞাসাবাদে ছাত্র-ছাত্রীরা নীল তিমির খপ্পরে পড়ার কথা স্বীকার করলে বিষয়টির ভয়াবহতার কথা অভিভাবক দের জানিয়ে স্কুল কর্তৃপক্ষ দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হয়। মহকুমাশাসকের নির্দেশে দুর্গাপুরের পুলিশের ডিসিপি অভিষেক মোদী শুক্রবার সুরেনচন্দ্র মডার্ন স্কুলে এক সচেতনতা শিবির করে ছাত্র-ছাত্রীদের ব্লু হোয়েল থেকে মুক্তির উপায় বাতলান। অভিভাবকরাদের সচেতন হবার আহ্বান জানান ডিসিপি। ডিসিপি সহ পুলিশ আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের ব্লু হোয়েল থেকে মুক্তির উপায় দেখাতে সিআইডির পথ নির্দেশ মেনে চলার পরামর্শ দেন। স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের মঙ্গল কামনায় আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’
Like Us On Facebook