আচ্ছে দিনের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৭তম জন্মদিন উপলক্ষে বিজেপি কর্মীদের আয়োজিত বার্থডে সেলিব্রেশনে রবিবার দুর্গাপুরের ভাম্বে কলোনির আবাসিকরা কেক কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্থডে সেলিব্রেট করলেন। প্রধানমন্ত্রীর শহুরে গৃহহীনদের আশ্রয়স্থল যোজনায় দুর্গাপুর নগর নিগমের তৈরি অভয়াশ্রমে আশ্রিত আবাসিকদের নিয়ে বিজেপি দুর্গাপুর শাখার বুদ্ধিজীবী সেলের কর্মীরা রবিবার সকালে প্রধানমন্ত্রীর বার্থডে সেলিব্রেট করেন। অভয়াশ্রমের ২০ জন আবাসিকের হাতে এদিন বিজেপির বুদ্ধিজীবী সেলের কর্মীরা নতুন কাপড় ও খাবারের প্যাকেট তুলে দেন। পুজোর মুখে নতুন জামা কাপড় পেয়ে আবাসিকদের মুখে হাসি ফোটে। বিজেপির বুদ্ধিজীবী সেলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিনে সম্বলহীনদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্যই কাজ করছেন। অমিতাভবাবু বলেন, ‘আমরা অভয়াশ্রমের সকল সদস্যদের দুর্গা পুজোয় গাড়ি করে মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমা দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Like Us On Facebook