কলকাতার পর দুর্গাপুরেও রবিবার থেকে সুফল বাংলা স্টল থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হল। দুর্গাপুরের স্টেশন সংলগ্ন সেন মার্কেটের কাছে সুফল বাংলার আলু বিক্রির স্টল দেওয়া হয়েছে। রবিবার এর সূচনা হয়। গোটা পুজো মরসুম জুড়েই ২৫ টাকা দরে আলু বিক্রি হবে এই স্টল থেকে বলে জানা গেছে।

স্থানীয় কাউন্সিলর শিপূল সাহা বলেন, ‘মাথা পিছু একজনের জন্য প্রতিদিন ৪ কেজি আলু দেওয়া হবে এই স্টল থেকে। তবে মুখে মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে নিতে হবে সুফল বাংলা স্টল থেকে ন্যায্য মূল্যের আলু।’ জানা গেছে, দুর্গাপুরের বেনাচিতি বাজারেও খুব শীঘ্রই চালু হবে সুফল বাংলার ন্যায্য মূল্যের আলু বিক্রি স্টল। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সুফল বাংলার আলু বিক্রির দায়িত্ব পেয়েছে।

 

Like Us On Facebook