চরম অসুবিধার সম্মুখীন ইসিএলের কেন্দা কোলিয়ারির অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের মানুষজন। কেন্দা কোলিয়ারির পরিত্যক্ত খোলামুখ খনি থেকে কালো ধোঁয়া এবং আগুন অবিরত নির্গত হচ্ছে। সেই সঙ্গে ঘটছে ধসের ঘটনা। আতঙ্কে এলাকাবাসি। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা। ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ বিগত দু’দিনে ৮০ টি পরিবারকে স্থানান্তরিত করেছে স্থানীয় তিনটি স্কুলে। ওই পরিবারগুলির খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

গ্রামবাসীরা জানান, ইসিএলের অন্তর্গত কেন্দা কোলিয়ারির পরিত্যক্ত খোলামুখ খনি থেকে অবিরত নির্গত হচ্ছে আগুন ও কালো ধোঁয়া সেই সঙ্গে তীব্র ঝাঁঝালো গন্ধ। বাড়িতে থাকা মুসকিল হয়ে পড়েছে। গত শনিবার কেন্দার গোয়ালাপাড়ার একাংশে ধস নামে। অন্যদিকে ২ ও ৩ নম্বর পিট এলাকায় ইসিএলের পরিত্যক্ত খোলামুখ খনি থেকে আগুন ও বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু হয়েছে। একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে খনির নীচে আগুন দুইয়ে মিলে মাটি এবং বাড়িতে ফাটল সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বের হচ্ছে ধোঁয়া ও আগুন। ধস প্রবণ এলাকা হওয়া সত্বেও ইসিএল আমাদের পুর্নবাসনের কোন ব্যবস্থা করে নি।

জামুড়িয়ার বিডিও বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান। এছাড়াও প্রচুর ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পৌঁছে দেন। ইসিএলের আধিকারিকরা ফাটল ও ধসগুলিতে ফিলিং-এর কাজ করছেন বলে জানা গেছে।

Like Us On Facebook