২১ জুলাইয়ের সভা থেকেই সোশ্যাল মিডিয়া নিয়ে তোপ দেগেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধ রুখতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সতের থেকে চব্বিশ বছর বয়সী ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার ওপর বেশি নির্ভরশীল। তাই তারাই এর মাধ্যমে প্রতারিত হচ্ছেন বেশি। অপরাধের শিকারও হচ্ছেন তারাই। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে সত্যাসত্য বিচার না করে প্রভাবিত হচ্ছেন তাঁরা । তাই সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে সমাজকে দূরে রাখতে কলেজ পড়ুয়াদের পাশে পেতে চাইছে পুলিশ। মঙ্গলবার থেকে কলেজগুলিতে এ ব্যাপারে সচেতনতা শিবির শুরু করল পুলিশ। জেলার সব কলেজেই এই প্রচার চালাবে জেলা পুলিশ। মঙ্গলবার রায়না থানার উদ্যোগে শ্যামসুন্দর কলেজের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখরাও।

 

Like Us On Facebook