প্রতি বছরের মত এবারও শীতে পান্ডবেশ্বর লায়ন্স ক্লাবের সহযোগিতায় খোট্টাডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে গরীব ও দুস্থদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হল। খোট্টাডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ারও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বর থানার অফিসার ইনচার্জ রবীন্দ্রনাথ দুলে, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কৌশিক মণ্ডল প্রমুখ। এদিন এক হাজারেরও বেশি দুস্থ মানুষকে শীতবস্ত্র এবং দু’জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।
Like Us On Facebook