রবিবার সকালে পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা এলাকায় পরপর কয়েকটি ধসের ঘটনা ঘটে। বহুলার মন্ডলপাড়া এলাকায় একটা আস্ত পুকুর ধসের কবলে পড়ে পুকুরের সমস্ত জল তলিয়ে যায়। তলিয়ে যায় পুকুরের সব মাছও। পুকুরটির সামনেই রয়েছে জনবসতি, তাই আতঙ্ক ছড়ায় এলাকায়। এর কিছুক্ষণের মধ্যেই বহুলার বাদ্যকর পাড়ায় জনবসতির সামনেই বিশাল ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ধসের আতঙ্কে আতঙ্কিত স্থানীয়রা ঘরবাড়ি ছাড়তে শুরু করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ধস কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বিধায়ক জানান, ইতিমধ্যেই এই ধসের ব্যাপারে ইসিএলের উচ্চ আধিকারিকদের সাথে কথা হয়েছে। বর্তমানে ধস কবলিত স্থানের আশেপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এর পাশাপাশি বিধায়ক এই ধসের কারণ হিসাবে ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসিএলের অপরিকল্পিত কাজের জন্যই এই ধস। আর যার ফলেই দুর্দশায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। আমি এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবী জানিয়েছি।’

Like Us On Facebook