স্টেট ট্রান্সপোর্ট অথরিটির দুর্গাপুরে শাখা অফিসের উদ্ধোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের এসবিএসটিসির প্রধান কার্যালয়ে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির শাখা অফিসের বৃহস্পতিবার উদ্ধোধন করে দুর্গাপুরে পরিবহণ শিল্প সংক্রান্ত এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে দুর্গাপুরে চালু হচ্ছে আন্তঃজেলা তথা আন্তঃরাজ্য রুট পারমিটের জন্য এসটিএ অফিস। এতদিন এই পারমিটের জন্য কলকাতায় ছুটতে হত। তিনি জানিয়েছেন, এজন্য আর কলকাতায় যেতে হবে না। কলকাতা, শিলিগুড়ির পর দুর্গাপুরে এই দপ্তর চালু হচ্ছে। এর ফলে বীরভূম, বাঁকুড়া,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ উপকৃত হবেন।
তিনি আরও বলেন পরিবহণ শিল্পের উন্নয়নে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস চালু করা হবে। বাতানুকুল এসবিএসটিসি সহ বিভিন্ন অত্যাধুনিক বাস পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। শীঘ্রই রিক্সা শুরু হবে। আসানসোল দুর্গাপুরের অটো সমস্যারও সমাধান করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী এদিন। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির রূপায়নে জোর দেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি দুর্গাপুরের অম্বুজা আবাসন এলাকায় পরিবহণ চালু করার এক প্রশ্নে পরিবহন মন্ত্রী বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে আবেদন করলে বাস সার্ভিস চালু করার বিষয়টি তিনি ভাবে দেখবেন। এদিনের স্টেট ট্রান্সপোর্ট অথরিটির শাখা অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে এসবিএসটিসি অফিসে প্রচুর জমায়েত হয়।