দুর্গাপুরের চিত্রালয় ময়দানে আগামী কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নামাঙ্কিত মোদী মেলা। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার সকালে মেলার উদ্ধোধন করবেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর সিং, উপস্থিত থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির অনেক শীর্ষ নেতা। ২, ৩ ও ৪ জুন মেলা চলবে, সঙ্গে প্রত্যেকদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মেলায় প্রবেশ অবাধ থাকছে। মেলায় প্রধানমন্ত্রীর গত দুই বছরের বিভিন্ন উন্নয়নগুলিই জনসাধারনের কাছে তুলে ধরা হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। মেলার ব্যাপক প্রচারের জন্য শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান জায়েন্ট স্ক্রিন লাগানোর ব্যবস্থা করছে মেলা কর্তৃপক্ষ বলে জানা গেছে। এদিকে মেলা উদ্ধোধনের কয়েক ঘন্টা আগে দুর্গাপুরে বিজেপির রাজ্য সভাপতি বৃহস্পতিবার বিকালে এসে মোদী মেলা বন্ধ করে দেওয়ার তৃনমুলী হুমকির অভিযোগ করেন। দিলীপবাবু  মেলার কর্মরত ডেকরেটার্স সহ বিভিন্ন কর্মীদের তৃনমূল কর্মীরা হুমকি দিয়ে মেলার কাজ পন্ড করে দেবার অভিযোগ আনেন। এবিষয়ে জেলাশাসকের সাহায্যে ফের মেলার কাজ শুরু করার দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি।

Like Us On Facebook