কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীরা কলেজের গেট বন্ধ করে টানা দেড় ঘন্টা বিক্ষোভ দেখাল। ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি কলেজে দ্বিতীয় বর্ষের রি-অ্যাডমিশন বাবদ নেওয়া হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকা। সেখানে দুর্গাপুর মহিলা কলেজ ছাত্রীদের কাছ থেকে ফি নিচ্ছে পাশ কোর্সের জন্য ৩৫০০ টাকা এবং অনার্স কোর্সের জন্য ৩৬০০ টাকা। প্রায় দেড় হাজার টাকা বেশি নিচ্ছে দুর্গাপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ।
ছাত্রীদের আরও অভিযোগ, কলেজে না আছে ছাত্রীদের ক্যান্টিন, না আছে পানীয় জলের সুব্যবস্থা। অথচ ছাত্রীদের কোনরকম অভাব অভিযোগ শোনে না কলেজ কর্তৃপক্ষ। এদিন ছাত্রীরা গেট বন্ধ করে প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ দেখানোর পর খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভরত ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীরা। এদিকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ফি বৃদ্ধির ব্যাপারে কলেজে বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে অস্বীকার করেন।