কেউ চায়ের দোকানে কাজ করে আবার কেউ রাস্তায় কাগজ কুড়োয়। কাজের ফাঁকে রাস্তার বাতিস্তম্ভের আলোয় একটু পড়াশোনা। মন থাকলেও সামর্থ নেই বই বা পড়ার অন্যান্য সরঞ্জাম কেনার। পেটের টানে শৈশব আজ হারিয়ে গেছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকার ভবঘুরে পথশিশুদের। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এই সব পথশিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প’। কখনো খানিক আনন্দ দিতে পেট পুরে ভালোমন্দ খাওয়ানো আবার কখনো নতুন জামা-প্যান্ট আবার কখনো পঠন-পাঠনের জন্য বই-পত্তর কিনে দেওয়া। পথশিশুদের সুখ দুঃখের সাথী এখন এই সংকল্প। শুক্রবার গণেশ চতুর্থীর পূণ্যলগ্নে সংকল্প’র সদস্যরা পথশিশুদের মুখে হাসি ফোটাতে খাবারের প্যাকেট ও বই-খাতা-পেন্সিল তুলে দিল তাদের হাতে। সংকল্পের সদস্যরা বলেন, কেবলমাত্র পথশিশুরা নয়, আমরা সমাজের সমস্ত দুস্থদের পাশে থাকার অঙ্গীকারবধ্য। দুঃস্থ মানুষের সেবার উদ্দেশ্যেই গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকল্প।

Like Us On Facebook