লকডাউনে প্রতিদিন নিজের এলাকার দুস্থ বাসিন্দাদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। পাশপাশি নিজের কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রয়োজনমতো স্যানিটাইজেশনের কাজও নিজে উদ্যোগ নিয়ে করাচ্ছেন। রবিবার সেই বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে দেখা গেল অন্য ভূমিকায়। ৪২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের নিয়ে লকডাউনের গেরোয় প্রায় অভুক্ত থাকা পথ কুকুরদের খাবার দিলেন যত্ন করে। বিধায়কের এই পশু প্রেমের ছবি নিমিষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। আর লকডাউনে অবলা প্রাণীদের পাশে বিধায়ককে দাঁড়াতে দেখে কুর্নিশ জানান গৃহবন্দি মানুষ।

রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে বিধান নগর সংলগ্ন কালীগঞ্জ আদিবাসি পাড়ায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ কর্মীরা স্থানীয় আদিবাসী মানুষদের পাশে দাঁড়ান রবিবার। লকডাউনে সকলেই গৃহবন্দি। রুজি রোজগারের অভাবে দুস্থ মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে। দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে।

Like Us On Facebook