.
দুর্গাপুরে এই প্রথমবার আলপনা প্রতিযোগিতা আয়োজিত হল ২২ নং ওয়ার্ডের চতুরঙ্গ ময়দান সংলগ্ন রাস্তার উপর। রবিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী। প্রকাশ্য রাস্তায় রং-তুলি নিয়ে আলপনা এঁকে প্রতিযোগীরা সাজিয়ে তোলেন চতুরঙ্গ ময়দান সংলগ্ন রাস্তা। জানা গেছে, ২৮ জন প্রতিযোগী রবিবার এই স্ট্রিট আলপনা প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দৃষ্টিনন্দন করে তুলতে এই আলপনা প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয় মানুষ সাধুবাদ জানান আয়োজক সংস্থাকে। দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হওয়া রাস্তায় আলপনা প্রতিযোগিতা দেখতে এদিন ভীড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন।
Like Us On Facebook