পথ নিরাপত্তার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি। হেলমেট পড়ে বাইক চালালেই বাইক আরোহীদের ১ কেজি করে পেঁয়াজ উপহার দেওয়া হল পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে। বাজারে যখন অগ্নিমূল্য পেঁয়াজ, সেইসময় ১ কেজি করে পেঁয়াজ উপহার হিসাবে পেয়ে খুশী বাইক চালকরা।

রবিবার সকাল থেকেই দেখা গেল পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করতে বাইক চালকদের হেলমেট পড়ে বাইক চালানোর জন্য সচেতন করছেন। যারা হেলমেট পড়ে বাইক চালাচ্ছেন তাঁদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পড়ার অভ্যাস বজায় রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি উপহার হিসাবে দেওয়া হচ্ছে পেঁয়াজ। অগ্নিমূল্যের বাজারে পেঁয়াজ পেয়ে বাইক আরোহীরা একদিকে যেমন খুশী তেমনই তাঁদের স্বীকারোক্তি পেঁয়াজ পাওয়াটা বড় নয়, পথ নিরাপত্তায় হেলমেট পড়াটাই আসল। পাশাপাশি ট্রাফিক সচেতনতায় ক্লাবের বার্তা পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট পড়া নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন।

Like Us On Facebook