রবিবার সন্ধ্যায় হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা বাইক দাউ দাউ করে জ্বলে উঠলো দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা গেছে, রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাইক হঠাৎ করে দাউ দাউ আগুন ধরে যায়। স্থানীয় মানুষ বাইকটিকে হঠাৎ জ্বলতে দেখে প্রথমে হকচকিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই স্থানীয় মানুষ জল ও বালি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি কারণে বাইকটি হঠাৎ আগুন ধরে গেল তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Like Us On Facebook