গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে প্রায় ১০০ বছরের পুরানো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল রবিবার রাতে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকায়। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, রবিবার রাতে যেহেতু বাজারে কোন লোকজন ছিলেন না, তাই অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহু মানুষ। কারণ ভোর থেকে অনেক রাত পর্যন্ত এই বাজারে প্রচুর লোক সমাগম হয়ে থাকে।
বাড়ির মালিক আনিসুর রহমান জানিয়েছেন, প্রায় ১ বছর আগে তিনি ১০০ বছরের এই পুরনো বাড়িটি কেনেন। পরে কিছু কিছু সংস্কার করে বাড়ির একাংশে তিনি বসবাস করছেন এবং বাড়ির অন্যান্য অংশে তাঁর ব্যবসায়িক সামগ্রী রাখা হয়েছে। রবিবার রাতে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ায় কেউ আহত বা ক্ষতিগ্রস্থ না হলেও ভাঙা বাড়ির তলায় চাপা পড়েছে লক্ষাধিক টাকার ব্যবসার মালপত্র।
এদিকে, এই ঘটনায় ফের শহরের দুর্বল বাড়িগুলি চিহ্নিত করে সেগুলিকে ভেঙে ফেলার দাবি উঠেছে। কারণ বর্ধমান শহর অত্যন্ত প্রাচীন শহর হওয়ায়, শহরের জায়গায় জায়গায় রয়েছে শতাব্দী প্রাচীন বহু বাড়ি। কিছুদিন আগেও শহরের ময়ূরমহল এলাকায় একটি প্রাচীন বাড়ি আচমকাই এভাবে ভেঙে পড়েছিল। পুরসভা সূত্রে জানা গেছে, শহরের পুরানো বাড়িগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।