লকডাউনে বিধিভঙ্গের জন্য প্রায় ৪৩টি পাথর বোঝাই ট্রাককে আটক করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ। দুর্গাপুর ব্যারেজের সামনে থেকে পাথর বোঝাই এই ট্রাকগুলি আটক করে। বীরভূমের রামপুরহাট থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যাচ্ছিল পাথর বোঝায় গাড়িগুলি।
পুলিশ সূত্রে খবর, কোভিড বিধি না মেনেই গাড়িগুলি চলছিল। প্রশাসনিক বিধি নিষেধের কারণে গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজ পত্র ছিল না। এই ঘটনায় গ্রেফতার ৪৩ জন ট্রাক চালক। এদের বিরুদ্ধে ডিজাসটার ম্যানেজমেন্ট অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। কোকওভেন থানার সামনের রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আটক হওয়া পাথর বোঝাই এই ট্রাকগুলি। প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে এই সমস্ত ট্রাকগুলি, আর এর জেরে দুর্গাপুরের কোকওভেন থানার সামনের মূল ব্যাস্ততম রাস্তায় তৈরি হল ব্যাপক যানজট। কোন বড় পার্কিং এলাকায় ট্রাকগুলিকে না রেখে কেন থানার সামনের মূল রাস্তায় গাড়িগুলি রেখে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুললেন সাধারণ পথচলতি মানষেরা। পথচলতি মানুষের অভিযোগ, ব্যস্ততম গুরুত্বপূর্ণ এই রাস্তায় পাথর বোঝাই এত ট্রাক দাঁড় করিয়ে দেওয়ায় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের।