জলের তোড়ে ভেসে গেছে কাঁকসায় জয়দেবের অজয় নদীর ফেরিঘাট। অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ার পর বাঁশের মাচা তৈরি করা হয়। তাও জলের তোড়ে ভেসে যায়। এই অবস্থায় পশ্চিম বর্ধমানের কাঁকসা ও বীরভূমের মধ্যে যাতায়াতকরা মনুষজনের একমাত্র ভরসা বিদবিহারের দুবরাজপুর মানা থেকে বীরভূমের সুখডালা ঘাট। সেখানেই জেটির মাধ্যমে চলছিল ঝুঁকির পারাপার। মাঝে মধ্যে মাঝ নদীতে বিকল হয়ে পড়ছিল নৌকা। নৌকা সারাই করার পর আবার পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের উদ্দেশ্যে নৌকা চলাচল করছিল। একই নৌকাতে মানুষজনের সঙ্গেই পারাপার করা হয় ব্যবসায়ীদের মালপত্র, বাইক সহ গরু-ছাগলও। এই ভাবেই চলছিল ঝুঁকির পারাপার। খবর চাউর হতেই নৌকা চলাচল বন্ধ করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ নৌকাটিকে বাজেয়াপ্ত করে শিবপুরের ঘাটে নিয়ে আসে। অজয় নদীতে ক্রমশ বাড়ছে জলের স্তর, এই অবস্থায় যাতে কোন দুর্ঘটনা না ঘটে সে জন্য তৎপর কাঁকসা থানার পুলিশ।

Like Us On Facebook