‘মুক্তমঞ্চ ফিরিয়ে দাও’ প্রশাসনের কাছে এই আবেদন নিয়ে দুর্গাপুরের মঞ্চ শিল্পীরা, কলাকুশলীরা এবং এই পেশার সঙ্গে যুক্ত অন্যান্যরা মঙ্গলবার রাস্তায় নেমে মৌন মিছিল করলেন। দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিরিঙ্গী মোড় পর্যন্ত নাচন রোড ধরে তাঁরা মঙ্গলবার সকালে মৌন মিছিল করেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে মঞ্চশিল্পীরা মঞ্চ ফিরিয়ে দেওয়ার আবেদন নিয়ে অবস্থানে বসেন। এবং পুজো মরসুমে ফের শিল্পীদের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হোক এই আবেদন সম্বলিত একটি স্মারক লিপিও মহাকুমাশাসক অনির্বাণ কোলেকে দেওয়া হয় সোমবার। কিন্তু বিষয়টি যেহেতু প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিষয়, তাই দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে সোমবার কোন সমস্যা সমাধানের পথ দেখাতে পারেননি মঞ্চশিল্পীদের।

এরপর মঙ্গলবার ফের মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন নিয়ে মৌন মিছিল বের করেন দুর্গাপুরের শিল্পী ও কলাকুশলীরা। তাঁরা বলেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই আমরা বাড়িতে বসে আছি। কোন অনুষ্ঠান করার অনুমতি নেই আমাদের। কিন্তু অন্যান্য সমস্ত পেশায় সেভাবে কড়াকড়ি নেই। অথচ আমরা অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় চরম আর্থিক অনটনে পড়েছি। আমাদেরও স্বাস্থ্যবিধি মেনেই পুজো মরসুমে খোলা মাঠে মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হোক। না হলে আমাদের এবার আর্থিক অনটনে মরতে হবে।’ এই বিষয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেকে প্রশ্ন করলে মহাকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘আমি শিল্পী ও কলাকুশলীদের স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে পাঠিয়ে দিয়েছি। উপর মহল থেকে যেমন নির্দেশ আসবে আমি তা হাতে পেলে সেই নির্দেশ জানিয়ে দেব।’

 

Like Us On Facebook