দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে হঠাৎই ‘স্পাইডার ম্যানের’ আবির্ভাব হল। বিভিন্ন সরকারি বাসের ছাদ থেকে ছাদে ঝাঁপাঝাঁপি, লাফালাফি দেখতে বাসযাত্রী সহ পথচারীদের ভিড় জমে যায় শনিবার দুপুরে৷ সরকারি বাসের কর্মীরা স্পাইডার ম্যানের উৎপাত রুখতে ব্যাস্ত হয়ে পড়েন। বাস স্ট্যান্ডের যাত্রীরা স্পাইডার ম্যানের সঙ্গে সেলফি নিতে হুড়োহুড়ি শুরু করেন। সরকারি বাসে উৎপাত করায় সতর্ক করা হয় স্পাইডার ম্যানকে। পরিস্থিতি বেগতিক বুঝে স্পাইডার ম্যান নিজের নাম, ঠিকানা গোপন রেখে এক ঝটকায় এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি সেন্টারের দুটি বড় মলে গিয়েও এদিন একই ভঙ্গিমা করে ওই স্পাইডার ম্যান। স্পাইডার ম্যানের নানান ভঙ্গিমা উপভোগ করেন দর্শকরা। মূহুর্তের মধ্যে স্পাইডার ম্যানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Like Us On Facebook