ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুরে বিধি-নিষেধের কড়াকড়ি, নাইট কার্ফু, নাকা চেকিং। নির্দেশ কার্যকরের জন্য শনিবার রাত থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে দুর্গাপুর শহরে শুরু করেছে কড়াকড়ি ও চেকিং। রাট ১১ টার পর সিটি সেন্টার সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী মানুষজনদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না পেয়ে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। পুলিশের এই অভিযান চলবে বলে জানান এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জী।

রবিবার কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাইকিং করা হল কাঁকসার গোপালপুর এলাকাজুড়ে। করোনা রোধে মাস্ক ব‍্যবহার, শারিরীক দূরত্ব বজায় রাখার কথা ফের একবার মনে করাতে পথে নামল পুলিশ। পাশাপাশি রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি চালু থাকছে নৈশ কারফিউ। সে বিষয়েও জনগণকে জানিয়ে দিলেন পুলিশ আধিকারিকরা। নির্দেশ অমান‍্য করলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। বাড়ির বাইরে কেউ মাস্ক ছাড়া ঘুরলেই আটক করা হবে বলে সতর্ক করা হল মানুষজনকে।

Like Us On Facebook