সিসি ক্যামেরা, লাগেজ স্ক্যানার বসানোর মধ্য দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পর জোর তৎপরতায় চলছে দুর্গাপুর রেল স্টেশনের সৌন্দর্যায়নের কাজ। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার সিঁড়িতে থ্রী-ডি পেন্টিং, এলইডি লাইটে প্ল্যাটফর্মগুলিকে আলো ঝলমলে করে তোলার পাশাপাশি পুরো স্টেশন চত্ত্বরে সৌন্দর্যায়নের কাজ চলছে জোর কদমে। যাত্রীদের নজর কাড়তে স্টেশনের প্রধান ফটকে মনমাতানো রঙের পোঁচ দেওয়ার পাশাপাশি স্টেশনের সামনে সুদৃশ্য স্ট্যাচু বসানোর কাজ শুরু হয়েছে।

কিছুদিন আগে রেলের যাত্রী পরিষেবা কমিটির সদস্যরা দুর্গাপুর রেল স্টেশন পরিদর্শন করে যাত্রী স্বাচ্ছন্দ্য, স্বচ্ছতা, সুরক্ষা ও যাত্রী পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করে যান। দুর্গাপুর রেল স্টেশন ভারতীয় রেলের মানচিত্রে প্রথম সারির রেল স্টেশন হিসাবে মর্যাদা পাওয়ার যোগ্য বলেও দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই লক্ষ্যে দুর্গাপুর রেল স্টেশনকে আরও মনোরম করে তুলতে সৌন্দর্যায়নের কাজ চলছে পুরোদমে।


Like Us On Facebook