ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ একমাসের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ব্যবসায়ীদের জন্য ই-অনুমতি নামে একটি অনলাইন প্রকল্প আনতে চলেছে। এই অনলাইন প্রকল্পে আবেদনকারী ব্যবসায়ীরা এবার ঘরে বসেই ব্যবসার প্রয়োজনীয় যাবতীয় অনুমতি পেয়ে যাবেন। তাছাড়া আসানসোলে প্রথমে ই-ট্রেড লাইসেন্স‌ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পরে দুর্গাপুর পুরসভাতেও ই-ট্রেড লাইসেন্স‌ চালু হতে চলেছে। বুধবার দুর্গাপুরে অনুষ্ঠিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগপতিদের নিয়ে শিল্প বিষয়ক এক সভায় একথা ঘোষণা করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের ধাঁচে বুধবার দুর্গাপুরে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এক বৈঠক করেন জেলার প্রশাসনিক আধিকারিক ও শিল্পপতিদের নিয়ে। এদিনের বৈঠকে বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংস্থার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা মিষ্টান্ন ব্যবসায়ী ও রাইস মিলাররাও তাঁদের বিভিন্ন সমস্যা এবং প্রস্তাব তুলে ধরেন। এদিন বৈঠকে সংশ্লিষ্ট দফতরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগপতিদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য দেবে সে আশ্বাস দেন। এদিনের বৈঠকে ব্যবসায়িক অগ্রগতি ও সাধারণ মানুষের সুবিধার্থে বণিক সভার পক্ষ থেকে বেঙ্গালুরু, চেন্নাই ও জয়পুরের জন্য অণ্ডাল থেকে বিমান পরিষেবা চালু করার দাবি জানানো হয়। এদিন প্রশাসনিক কর্তারা জানান পানাগড় শিল্পতালুকে ২৭ একর জমির উপর আর একটি শিল্পতালুক গড়ে তোলা হবে।


Like Us On Facebook