শাসক দলের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির হুমকিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মারের বদলে মারের নিদান দিলেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের নিদান, আমরা সভা করলে তৃণমূল কংগ্রেস বিধায়ক যদি হাসপাতালে পাঠায় আমরা তাদের হাসপাতালে নয় সোজা শ্মশানে পাঠাবো। সগড়ভাঙার বিতর্কিত মাঠে ৩ নভেম্বর প্রকাশ্য জনসভায় বিজেপির পাল্টা সভায় পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে বলেছিলেন বুকের পাটা থাকলে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার কোথাও আর একটা এভাবে সভা করে দেখাক তার পরের ছয় মাস তাদের নাসিং হোমে থাকতে হবে।

পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির দুর্গা মন্দিরের মাঠে পাল্টা সভা করার সংকল্প করে ১৫ নভেম্বর। শ্যামসুন্দরপুর কোলিয়ারি দুর্গা মন্দিরের সেই সভা বানচালের পরিকল্পনা করেও অশান্তির অশনি সংকেত পেয়ে শাসক দল শেষমেশ পিছু হটায় টালবাহানার পর ওই স্থানে ১৫ নভেম্বর বিজেপি সভা করার পুলিশি অনুমতি পায়। বুধবার সেই সভায় বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে টার্গেট করেন।

বুধবার অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি দুর্গা মন্দিরের মাঠে বিজেপির এই প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ ছাড়াও বিজেপি নেতা মুকুল রায় ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন। সকলেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। এদিনের সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসানসোল থেকে ফের বাবুল সুপ্রিয় যে লড়তে চলেছেন সেই ইঙ্গিতও দেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের কোথাও শাসক দলকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও যে ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব সেই ইঙ্গিতও মেলে বিজেপির রাজ‍্য সভাপতির শরীরী ভাষায়।



Like Us On Facebook