রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চলছে গোলাগুলি। ভারতের প্রায় চার হাজার মানুষ আটকে পড়েছেন ইউক্রেনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে থাকা ভারতীয়দের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। জানা গেছে, রাশিয়ান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয়দের সুরক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছেন। যুদ্ধের জেরে সারা দেশের সঙ্গে দুর্গাপুরের বাসিন্দা খান পরিবারের লোকজনও চরম দুশ্চিন্তায় রয়েছেন।

জানা গেছে, দুর্গাপুরের স্টিল টাউনশিপের টেগর অ্যাভিনিউর বাসিন্দা নেহা খান ইউক্রেনে মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাবা-মা থেকে বোন সকলেই চিন্তিত। মোবাইলে ভিডিও কলে কিছুক্ষণ পর পরই কথা হচ্ছে পরিবারের সাথে। ইউক্রেনে স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাঁদের আবাসনের নীচে বাঙ্কার তৈরি করা হয়েছে। পরিস্থিতি অবনতি বুঝলে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ আতঙ্কের মধ্যে প্রহর গুণছেন নেহা সহ অন্যান্যরা। নেহার বাবা ফিরোজ খান জানান, পরিবারের সকলে খুব চিন্তিত কিভাবে নেহা নির্বিঘ্নে ঘরে ফিরবে সেই বিষয়ে। দুর্গাপুরের আরও পাঁচজন ইউক্রেনে মেডিকেল কলেজের পড়ুয়া রয়েছেন বলে জানান নেহা।

Like Us On Facebook