দুই বাস মালিক সংগঠনের দ্বন্দ্বের জেরে বন্ধ আসানসোল-কৃষ্ণনগর রুটের বেসরকারি সমস্ত বাস। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বাসের যাত্রীরা। পানাগড় বাস মালিক সংগঠনের এক সদস্য অভিষেক সামন্তর দাবি, তাঁর বাস কৃষ্ণনগর ঢুকলেই দাঁড় করিয়ে দিচ্ছে সেখানকার বাস মালিক সংগঠন। এখনও পর্যন্ত দুটি বাস আটকে দেওয়া হয়েছে। সেই বাস কৃষ্ণনগরের বাস মালিক সংগঠন ফেরৎ পাঠাচ্ছে না। সেখানকার বাস মালিক সংগঠনের গাজোয়ারির জন্য পশ্চিম বর্ধমান জেলার কোন বাস কৃষ্ণনগর ঢুকতে পারছে না। ফলে ক্ষতির মুখে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার বাস মালিক সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে এই বিষয়ে নদীয়া জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ তাঁর। তাই বাধ্য হয়ে এবার পানাগড় বাস মালিক সংগঠনের বাস মালিকরা কৃষ্ণনগরের বাস মালিকদের বাস আটকানো শুরু করেন সকাল থেকেই। বুধবার কৃষ্ণনগরের বাস মালিকদের দুটি বাস মাঝ রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। অগত্যা পায়ে হেঁটে নিজেদের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেন যাত্রীরা।

পানাগড়ে আটকে পড়া বাসের কর্মী রঞ্জিত দে জানিয়েছেন, বাস চালাতে গেলে কাউন্টার নিতে হয়। যেখান থেকে বাসের বুকিং হয়। একটা নির্দিষ্ট সময়ের পরেই বাস মালিক কাউন্টার পায়। কিন্তু সেটা না থাকার জন্যই পানাগড়ের এক বাস মালিকের দুটি বাস কৃষ্ণনগরে আটকে দেওয়া হয়েছে। যার ফলে কৃষ্ণনগর থেকে ফেরার পথে কৃষ্ণনগরের বাস মালিকদের ৩টি বাস আটকে দেওয়া হয় পানাগড় বাজারে। আপাতত দুই সংগঠনের দ্বন্দ্বে বন্ধ কৃষ্ণনগর থেকে পশ্চিম বর্ধমান জেলার বাস পরিষেবা।

Like Us On Facebook