দামোদর ও তার শাখা নদী মুন্ডেশ্বরীর বাঁধ ভাঙ্গা জলে প্লাবিত জামালপুরের জ্যোৎসীরাম পঞ্চায়েতের প্রায় ১৬টি গ্রাম। তারমধ্যে অমরপুর, উত্তর ও দক্ষিণ শিয়ালি ও ফতেপুরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বৃহস্পতিবার রাত থেকেই জল ঢুকতে শুরু করেছিল উত্তর শিয়ালি গ্রামে। সকলের সঙ্গে মুজিবরও আশ্রয় নিয়েছিল উঁচু জায়গায়। সেখানে উঠে এসেছিল সাপও। ভোরের দিকে হঠাৎই ডান পায়ে সাপে কামড়ায় মুজিবর মল্লিক(১৮)কে। বানভাসি গ্রাম থেকে মুজিবরকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মত বড় নৌকা ছিল না গ্রামে। পরে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বড় নৌকার ব্যবস্থা করলে গ্রামবাসীরা মুজিবরকে পৌছে দেয় নদীর অপরপ্রান্তের গ্রাম দক্ষিণ মোহনপুরে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে রাখা ছিল অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম। মুজিবরকে স্ফানীয় স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি-ভেনাম দেওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান হাসপাতালে। পুরোপুরি বিপদমুক্ত না হলেও মুজিবরের অবস্থা কিছুটা ভাল বলে জানা গেছে। মুজিবরের বাবা ডালু শেখ গ্রামবাসী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই রকম পরিস্থিতিতে ছেলেকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করাতে পারব ভাতেই পারিনি।’

Like Us On Facebook