দুর্গাপুরের স্টিল টাউনশিপ সংলগ্ন রঘুনাথপুর ধোবীঘাট এলাকার বস্তিবাসীরা শুক্রবার দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে বাসস্থানের জায়গা স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ দেখান। দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতির সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বস্তিবাসীদের দাবি দুর্গাপুর  স্টিল টাউনশিপ সংলগ্ন রঘুনাথপুর ধোবীঘাট এলাকায় বাসিন্দারা প্রায় ৩০-৪০ বছর বসবাসের পরও বস্তিবাসীদের মাথার উপর পাকা ছাদ নেই, পায়ের তলার নিজস্ব মাটি নেই। ভোট আসে ভোট যায়, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ভোটার কার্ড, রেশন কার্ড থাকা সত্বেও পরিবারগুলির বাসস্থানের জায়গা স্থায়ীকরণ না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটছে। অথচ সরকার একটু বাসস্থান স্থায়ীকরণের বিষয়ে মানবিক মুখ দেখালেই বস্তিবাসীদের মুখে হাসি ফুটবে। একই কথা বললেন বস্তি কল্যাণ সমিতির আর এক সদস্য।

Like Us On Facebook