আগামী ৬ আগস্ট সম্ভাব্য দুর্গাপুর পৌরসভার নির্বাচন ধরে নিয়েই দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডে শুক্রবার থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিল। দুর্গাপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডে দলীয় প্রার্থীদের জয়ী করতে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন জানাতে ৩৮ নং ওয়ার্ডের দলীয় কর্মীরা এলাকার প্রায় সমস্ত দেওয়াল নিজেদের দখলে নিয়ে রঙ তুলি হাতে নির্বাচনী ময়দানে নেমে প্রচার শুরু করল। ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অরবিন্দ নন্দীর দাবি  মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারেই দুর্গাপুর পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জিতে ফের দুর্গাপুর নগর নিগম দখল করবে। তাই আমরা প্রার্থীদের প্রচারের জন্য ভোটের দিনক্ষন ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করে দিলাম।

Like Us On Facebook