দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কখনও দুর্গাপুর মহকুমা কার্যালয়ে আবার কখনও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে। বার বার আন্দোলন করেও বিফলে গেছে। এবার দুর্গাপুর পৌর নির্বাচন আসতেই বসত বাড়ীর স্থায়ীকরণের দাবিতে দুর্গাপুর ইস্পাত নগরী সংলগ্ন ধোবিঘাট বস্তি এলাকার বাসিন্দারা বসত বাড়ি স্থায়ীকরণের দাবিতে সোমবার এক দিনের প্রতিকী অনশন করল। সোমবার দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতির সদস্যরা শিশু থেকে বৃদ্ধ সকলেই মাথার উপর স্থায়ী ছাদের দাবিতে এক দিনের প্রতিকী অনশন করেন। সমিতির সদস্যরা হুমকি দেয় এর পরও যদি ফল না হয় তা হলে সকল বস্তিবাসিরা আমরণ অনশন করবেন। সমিতির সভাপতি সুকুমার ঘোষ ও সম্পাদক কৃষ্ণ মাল বলেন ২০-৩০ বছর বসবাসের পর ভোটার কার্ড, রেশন কার্ড থাকা সত্বেও আমাদের স্থায়ী বসতবাড়ি নেই। আমরা সেই জন্য বসত বাড়ির স্থায়ীকরণের দাবিতে সোমবার একদিনের প্রতিকী অনশন করলাম। এর পর সরকার যদি কোন সুরাহা না করে আমরা বৃহত্তর আন্দোলনের পথই বেছে নেব।
Like Us On Facebook