দুর্গাপুর নগর নিগমের অধীন ৪৩টি ওয়ার্ডে আসন্ন পৌর নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন সোমবার থেকে নির্বাচন বিধি লাগু করল। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়েও চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সুষ্ঠভাবে তুলতে এবং জমা দিতে পারেন মহকুমাশাসক তথা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সঙ্গে নিবার্চনী কার্যালয়ের কর্মীরা যাতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সুষ্ঠভাবে নির্বাচনী কাজকর্ম করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে সোমবার থেকে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলে প্রচুর পুলিশ মোতায়েন করে মহকুমা কার্যালয়কে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হল। সোমবার সকালে দুর্গাপুরের ডিসিপি(পূর্ব) অভিষেক মোদী ও এসিপি বিমল কুমার মন্ডল দুর্গাপুর মহকুমা কার্যালয় চত্ত্বরের চতুর্দিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। দুর্গাপুরের মহকুমাশাসক তথা দুর্গাপুর পৌর নির্বাচনের রির্টানিং অফিসার শঙ্খ সাঁতরা বলেন, আসন্ন ১৩ আগস্ট দুর্গাপুর নগর নিগমে নির্বাচনের জন্য সোমবার ১৭ জুলাই থেকে নির্বাচন বিধি লাগু হল। দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডেই এই নির্বাচনী বিধি বলবৎ থাকবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত।

Like Us On Facebook